.

বারবার সতর্কতার বার্তায় কোনও কাজই হচ্ছেনা। আরার ব্যাঙ্ক প্রতারণা। এবারে শিকার এক শিক্ষিকা। সেহারাবাজার গার্লস স্কুলের শিক্ষিকা চন্দ্রাবতী কর্মকার। শুক্রবার তাঁর কাছে এসবিআই আধিকারিক পরিচয় দিয়ে একটি ফোন আসে। প্রতারক চন্দ্রাবতীদেবীকে ফোনে জানায় তাঁর বর্ধমানের এসবিআই মেন ব্রাঞ্চের অ্যাকাউন্টটি চালু রাখতে কয়েকটি তথ্য প্রয়োজন। অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় চন্দ্রাবতীদেবী কিছু না ভেবেই অ্যাকাউন্টের গোপন তথ্য দিয়ে দেন প্রতারককে। সেগুলি হাতিয়ে নেওয়ার পরই তিন দফায় ৪৯৯৭৯ টাকা গায়েব হয়ে যায় তাঁর ব্যাংকের আমানত থেকে। প্রতারিত শিক্ষিকা বর্ধমান থানায় অভিযোগ জানিয়েছেন।

Like Us On Facebook