পাসপোর্ট-ভিসা বানানোর নামে প্রতারণার অভিযোগ উঠল আসানসোলের গড়াই রোডের ময়দাকল মোড় সংলগ্ন এলাকার একটি সংস্থার বিরুদ্ধে৷ রবিবার সকালে প্রায় ৫০-৬০ জন যুবক একটি প্লেসমেন্ট, ট্যুর অ্যান্ড ট্রাভেলস সংস্থার অফিসকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন৷ যদিও অফিস সে সময় বন্ধ ছিল৷

জানা গেছে, আসানসোলের গড়াই রোডের একটি প্লেসমেন্ট, ট্যুর অ্যান্ড ট্রাভেলস সংস্থার এক এজেন্টের মাধ্যমে আসানসোলের প্রায় ৭০জন যুবক পাসপোর্ট ও ভিসা করাতে দেন। ওই সব যুবকরা সৌদি আরবে হজযাত্রীদের সেবাদানকারী কর্মী হিসাবে যাওয়ার উদ্দেশ্য পাসপোর্ট ও ভিসা করাতে দেন বলে জানা গেছে। যুবকদের দাবি, পাসপোর্ট সহ তিন মাসের ট্যুরিস্ট ভিসা করে দেওয়ার জন্য বিভিন্ন ধাপে তাদের কাছ থেকে প্রায় ২৬৫০০ টাকা করে নেওয়া হয়। তাদেরকে দেওয়া ভিসার কপির সত্যতা যাচাই করতে গিয়ে সেটা জাল বলে জানতে পারেন তারা। এরপরই ভিসার আবেদনকারী ওই যুবকরা আসানসোলের ওই সংস্থার অফিসে এসে দেখেন অফিস বন্ধ ও এজেন্টের ফোনও বন্ধ। এরপর তাঁরা আসানসোল দক্ষিণ থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে বলে জানা গেছে ৷

Like Us On Facebook