ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত চেয়ে সঠিক সময়ে রক্ত না পাওয়ায় রোগী মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল বর্ধমান হাসপাতালে। তদন্ত চেয়ে হাসপাতাল সুপারের দ্বারস্থ হল পরিবার। মৃতের নাম জয়দেব হাজরা(৬১)। বাড়ি নদীয়া জেলার কালিগঞ্জ থানার মাটিয়ারির হরিণডাঙ্গায়।

হাসপাতাল ও পরিবার সূত্রে জানা গেছে, ১৩ তারিখ, বুধবার ভোরে রক্ত বমি হওয়ায় জয়দেববাবুকে বর্ধমান হাসপাতালের রাধারানী ওয়ার্ডে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসার পর কর্তব্যরত ডাক্তারবাবু রক্ত দেওয়ার কথা বলেন। সেই মতো রক্তের রিকুইজিশন স্লিপ নিয়ে হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে জমা করা হয়। অভিযোগ, সকাল ৬ টায় সেই রিকুইজিশন স্লিপ জমা করা হয় কিন্তু ১১ টা বাজলেও রক্ত পাওয়া যায়নি। রক্তের অভাবেই রোগী ১১ টা নাগাদ মারা যায় বলে অভিযোগ পরিবারের। এরপরেই তাঁরা সঠিক সময়ে রক্ত না পেয়ে তাঁদের রোগীর মৃত্যু হয়েছে এই অভিযোগ এনে হাসপাতাল সুপারকে লিখিত অভিযোগ জানান। তদন্তের আশ্বাস হাসপাতাল কর্তৃপক্ষের।

Like Us On Facebook