শ্বশুরের দেওয়া বাড়ি ও জমি বিক্রির চেষ্টায় বাধা দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বর্ধমান থানার সদরঘাট এলাকার সুকান্তপল্লীতে। মৃত গৃহবধূর নাম মান্তু রায় (২৬)। এই ঘটনায় পলাতক স্বামী জয়ন্ত রায়। মৃত গৃহবধূর বাবা প্রসাদ মালি জানিয়েছেন, ৮ বছর আগে বিয়ে হয় মান্তুর। কিন্তু খণ্ডঘোষ থানার বাঁকুড়া মোড়ে শ্বশুরবাড়িতে জায়গার অভাব থাকায় জামাইয়ের দাবি মেনে তিনি মেয়ে-জামাইয়ের জন্য আলাদা বাড়ি করে দেন।

সম্প্রতি জয়ন্ত রায় ওই বাড়ি বিক্রির চেষ্টা করেন। আর তাতে বাধা দেন মান্তু। এই ঘটনায় প্রায়শই স্ত্রীর ওপর অত্যাচার শুরু করে মিনি বাসের কণ্ডাক্টর জয়ন্ত রায়। তাদের ৬ বছরের পুত্র সন্তানও রয়েছে। বুধবার সকালে মান্তুকে বাঁকুড়া মোড়ে নিয়ে যায়। অভিযোগ, সেখানেই তাকে বেধড়ক মারধর করে। পরে মৃতদেহ সদরঘাটের ক্যানেলপাড়ে ফেলে দিয়ে যায়। স্থানীয় মানুষ তাকে উদ্ধার করে বর্ধমান হাসপাতালে পাঠায়। বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়। মৃতের বাপের বাড়ি থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। জয়ন্ত রায় তার পুত্র সন্তানকে নিয়ে পালিয়ে গেছে।

Like Us On Facebook