তিন মাস পর বাড়ি ফিরে ফের বাড়িতে হামলার মুখোমুখি হতে হল দুর্গাপুরের ৩৮নং ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর অরবিন্দ নন্দীর পরিবার ও তাঁর অনুগামীদের। শুক্রবার এই রকমই অভিযোগ করলেন ৩৮নং ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলার অরবিন্দ নন্দীর স্ত্রী সুনীতা নন্দী ও অরবিন্দ নন্দীর অনুগামী মহম্মদ হালিম এর স্ত্রী শেতি বিবি।

অভিযোগের তির স্থানীয় কাউন্সিলর আলো সাঁতরার অনুগামীদের দিকে। জানা গেছে দুর্গাপুর পৌরসভা নির্বাচনে শাসক দলের কাউন্সিলর অরবিন্দ নন্দী টিকিট না পেয়ে নির্দল টিকিটে স্ত্রী সুনীতা নন্দীকে দাঁড় করালে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব রুষ্ট হয়। স্থানীয় দলীয় কর্মীরা অরবিন্দ নন্দী ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা দায়ের করে বলে অভিযোগ। এর পর ফেরার হয়ে যায় প্রাক্তন কাউন্সিলর সহ তার অনুগামীরা। বিভিন্ন মামলার জামিন পেয়ে শুক্রবার সকালে অঙ্গদপুরের বাড়িতে ফিরতেই স্থানীয় কাউন্সিলরের লোকজন অরবিন্দ নন্দী ও তাঁর অনুগামী মহম্মদ হালিমের বাড়িতে চড়াও হয় বলে অভিযোগ করেন সুনীতা নন্দী। তিনি পুলিশের নিস্ক্রিয়তারও অভিযোগ করেন। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে। পাল্টা অরবিন্দ নন্দীর স্ত্রীর মিথ্যা অভিযোগের প্রতিবাদে শুক্রবার সন্ধ‍্যায় স্থানীয় বাসিন্দারা রাতুরিয়া অঙ্গদপুরের রাস্তা অবরোধ করে বলে জানা গেছে।

Like Us On Facebook