ডাইন অপবাদে এক যুবককে নির্মমভাবে পিটিয়ে খুনের অভিযোগ উঠল পূর্ব বর্ধমানের গুসকরায়। মৃতের নাম শিবু মুর্মু। বাড়ি গুসকরার ১৬ নম্বর ওয়ার্ডের ধারাপাড়ায়। মৃতের স্ত্রী শেফালী মুর্মু জানান, মৃতের দুই ভাই সহ মোট ৯ জন আত্মীয় তার স্বামীকে পিটিয়ে খুন করেছে। পাঁচ বছরের শিশু পুত্রকে কোলে নিয়ে কোন রকমে পালিয়ে গিয়ে প্রাণে বাঁচেন মৃতের স্ত্রী শেফালী মুর্মু। তাদের তিন জনকেই খুনের প্ররিকল্পনা ছিল বলে দাবি শেফালীর।

গত কয়েকমাস ধরেই মানসিক ভারসাম্যহীন হয়ে নিজের মনেই বকবক করতো শিবু মুর্মু। ডাক্তার দেখানোর পাশাপাশি ওঝার কাছেও নিয়ে যাওয়া হয় শিবুকে। শনিবার ভোরে শেফালী মুর্মু যখন শুনতে পায় তার দুই দেওর তাদের খুন করার চক্রান্ত করছে তখনই নিজের স্বামী ও কোলের সন্তানকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পালানোর চেষ্টা করে। কিন্তু বাড়ির দরজার সামনেই শিবুকে পেয়ে মারধর শুরু করে। রক্ষা পায় নি শেফালীও। তাকেও মারধর করা হয়। কোনক্রমে ছেলে বুকে নিয়ে পালিয়ে গিয়ে ভোরে অন্যপাড়ার এক প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নেয়। পুলিশ দুজন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। বাকী অভিযুক্তদের খোঁজে তল্লাশী শুরু করেছে। খোদ গুসকরা শহরের বুকে ডাইন অপবাদে খুনের ঘটনায় যথেষ্ট উদ্বেগে প্রশাসন।

আউশগ্রাম থানার আইসি সুজিত পতি জানিয়েছেন, ঘটনায় জড়িত থাকায় সফর মূর্মূ এবং হোপনা মূর্মূকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক বাকিদের খোঁজে পুলিশ তল্লাশি শুরু করেছে। গুসকরা পুরসভার পুরপতি বুর্ধেন্দু রায় জানিয়েছেন, এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। এটা কখনই মেনে নেওয়া যায় না। পুলিশ যথাযথ ব্যবস্থা নেবে।

Like Us On Facebook