দুর্গাপুর মহিলা মহাবিদ‍্যালয়ের এক ছাত্রীর সঙ্গে বৃহস্পতিবার মিনিবাস ভাড়ার কনসেশন নিয়ে বাসের কন্ডাক্টরের আশালীন ব‍্যবহারের অভিযোগে শুক্রবার সকালে দুর্গাপুর স্টিল টাউনশিপের রামানুজমে ওই ছাত্রীর পরিবার ও পড়শীরা অভিযুক্ত মিনিবাস টিকে আটকে বিক্ষোভ দেখান। বিক্ষোভকারীরা অভিযুক্ত মিনিবাসের কন্ডাক্টর, মালিক, খালাসি ও চালকের ক্ষমা প্রার্থনা দাবি করেন। অভিযুক্ত বাসের চালক, কন্ডাক্টর খালাসি অবস্থা বেগতিক বুঝে বাস ফেলে চম্পট দেয়। পুলিশ এসে পরিস্থিতি সামাল দিতে ফের বাস চলাচল শুরু হয়।

জানা গেছে, দুর্গাপুর মহিলা মহাবিদ‍্যালয়ের এক ছাত্রীর স্নাতক স্তরের পরীক্ষার সিট পড়েছে মাইকেল মধুসূদন কলেজে। রামানুজম থেকে মিনিবাসে উঠে ওই ছাত্রী স্টুডেন্ট কনসেশন রীতি মেনে চার টাকা ভাড়া দেওয়ায় বিজোন রুটের অভিযুক্ত মিনিবাস কন্ডাক্টর সাত টাকা ভাড়ার দাবি করে এবং স্টুডেন্ট কার্ড দেখতে চায় ছাত্রীর কাছে। ছাত্রীটি স্টুডেন্ট কার্ড দেখানোর পর অভিযুক্ত মিনিবাস কন্ডাক্টর ওই ছাত্রীর উদ্দেশ্যে অশোভনীয় শব্দ ব‍্যবহার করে। এরপর ওই ছাত্রী পরীক্ষা শেষ হলে বাড়ি ফিরে বাড়তে সব জানায় বৃহস্পতিবার। শুক্রবার সেই অভিযোগে ছাত্রীর পরিবার ও পড়শীরা অভিযুক্তর ক্ষমা প্রার্থনা চাওয়ার দাবিতে ওই মিনিবাসটিকে আটকায়।

Like Us On Facebook