বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে গাড়িতে পুলিশ লেখা স্টিকার লাগানো ও বিজেপির পতাকা একসঙ্গে রাখার অপরাধে দুর্গাপুরের অখিল সী নামের এক ব্যক্তি দুর্গাপুর থানায় সোমবার মামলা দায়ের করলেন। সোমবার অখিল সীর সঙ্গে দুর্গাপুর থানায় আসেন তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলার কার্যকরী সভাপতি উত্তম মুখার্জি সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য কর্মীরা।

উল্লেখ্য, দুর্গাপুরে বিজেপির পশ্চিম বর্ধমান জেলার সভাপতি লক্ষণ ঘড়ুই এই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের সমস্ত অভিযোগ অস্বীকার করে পাল্টা অভিযোগ করে বলেন, ‘বিজেপির রাজ‍্য সভাপতি দিলীপ ঘোষকে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ভয় পেয়ে গেছেন। যেখানে দিলীপ ঘোষ যাচ্ছেন সেখানে দিলীপ ঘোষকে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে পুলিশকে দিয়ে।’ তিনি আরও বলেন, ‘রবিবার বিজেপির বিজয় সংকল্প যাত্রার বাইক র‌্যালি উদ্ধোধন করতে কুম্ভমেলা থেকে সরাসরি দিলীপ ঘোষ দুর্গাপুরে আসেন। বাইক র‌্যালি উদ্ধোধন করেন। পুলিশ বাইক র‌্যালি আটকাতে সমস্ত কর্মীদের গ্রেফতার করে। একই সঙ্গে পুলিশ সিভিক ভলান্টিয়ার দিয়ে দিলীপ ঘোষের গাড়িতে পুলিশ স্টিকার লাগিয়ে দিয়ে ছবি তুলে অপপ্রচার করছে।’ দিলীপ ঘোষ বিজেপি রাজ্য সভাপতি। কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে থাকেন। পুলিশ লেখা স্টিকার কেন দিলীপ ঘোষ গাড়িতে লাগাতে যাবেন বলে বিজেপির পশ্চিম বর্ধমান জেলার সভাপতি প্রশ্ন তোলেন শাসক দলের তোলা অভিযোগ খন্ডন করতে।

Like Us On Facebook