পানাগড় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক ও নার্সের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ। মঙ্গলবার দুর্গাপুর মহকুমাশাসকের কাছে অভিযোগ করেন আউশগ্রাম দু’নম্বর ব্লকের অমরপুরের বাসিন্দা তারক বাদ্যকর।

তারক বাদ্যকরের অভিযোগ, গত ২৯ জুলাই তাঁর স্ত্রীর প্রসব যন্ত্রনা শুরু হলে স্ত্রীকে নিয়ে পানাগড় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে রাত ১০ টা নাগাদ ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাঁর স্ত্রীকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে স্থানান্তর করা হয়। সোমবার সকালে তাঁর স্ত্রী মৃত শিশুর জন্ম দেন। এই ঘটনার পরেই পানাগড় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ বাড়ে তারকবাবুর। তাঁর অভিযোগ, পানাগড় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করার পর থেকেই কোন ডাক্তার তাঁর স্ত্রীকে চিকিৎসা করেন নি। এমনকি কর্তব্যরত নার্স তাঁর স্ত্রীকে না দেখেই ভিতরে গিয়ে শুয়ে পড়েন। তাঁর স্ত্রীর মৃত শিশুর জন্মানোর জন্য পানাগড় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের এক চিকিৎসক ও নার্সকে দায়ী করে মঙ্গলবার মহকুমাশাসকের দারস্থ হন দোষীদের উপযুক্ত শাস্তির জন্য। এদিন পানাগড় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের বিএমওএইচ না থাকায় তাঁর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায় নি। অপর দিকে কাঁকসার বিডিও অরবিন্দ বিশ্বাস বলেন, তিনি ঘটনাটি জানতে পেরেছেন তদন্ত করে দেখছেন এবং বুধবার নিজে হাসপাতালে গিয়ে খোঁজ নিয়ে তার পরেই মহকুমাশাসককে রিপোর্ট পাঠাবেন।

Like Us On Facebook