খাদ্যে বিষক্রিয়া জনিত কারণে বর্ধমানের নীলপুরের একটি বেসরকারি আবাসিক স্কুলের ৬০ জন পড়ুয়ার শুক্রবারও চিকিৎসা চলছে। বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালের সুপার ডা. উৎপল দাঁ জানিয়েছেন, বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ বর্ধমান হাসপাতালে প্রায় ৬৬ জন পড়ুয়াকে নিয়ে আসা হয়। তাদের মধ্যে ৬ জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়েও দেওয়া হয়। শুক্রবার বাকি ৬০ জনের চিকিৎসা চলছে। তবে সবাই বিপদমুক্ত। এদিনই কয়েকজনকে ছেড়েও দেওয়া হবে বলে তিনি জানিয়েছেন। সুপার জানিয়েছেন, বৃহস্পতিবার খবর পাওয়ার পর বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের ৫ সদস্যের একটি মেডিকেল টীম ওই আবাসিক স্কুলে যায়। সেখানে প্রায় ৫০ জনের চিকিৎসাও করা হয়। তিনি জানিয়েছেন, সম্ভবত জল কিংবা খাদ্যে বিষক্রিয়া জনিত কারণেই ছাত্রছাত্রীরা অসুস্থ হয়ে পড়ে। বমি, পায়খানা, মাথাব্যথা শুরু হয়।

উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুর থেকে নীলপুরের বেসরকারী সেন্ট অ্যানিস কনভেন্ট আবাসিক স্কুলের বেশ কয়েকজন পড়ুয়া অসুস্থ হয়ে পড়ে। এই ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা স্কুলের গেটে জড়ো হয়। তারা স্কুলে ঢুকতে গেলে স্কুল কর্তৃপক্ষ তাদের ঢুকতে বাধা দেয়। এরপর প্রশাসনের গোচরে আনা হলে বর্ধমান উত্তরের মহকুমা শাসক মুফতি শামিম সওকত স্কুলে যান এবং চিকিৎসার বন্দোবস্ত করেন। উল্লেখ্য, ওই বেসরকারী আবাসিক স্কুলে প্রথম শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত পড়ানো হয়।

Like Us On Facebook