কাঁকসা গ্রাম পঞ্চায়েতের সদস্য তথা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী স্বপ্না বৈদ‍্যর বিরুদ্ধে অপ্রকৃতিস্থ বোনকে ঠকিয়ে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জমি বিক্রি করে দিয়ে টাকা আত্মসাৎ করার অভিযোগ জমা পড়ল দুর্গাপুরের মহকুমা শাসক শঙ্খ সাঁতরার কাছে। স্বপ্না বৈদ‍্যর বোন বিরুডিহার পুষ্প সরকার মানসিক ভারসাম্যহীন। ভিক্ষা বৃত্তি করে কোন মতে সংসার চলে। স্বামী মারা গেছেন। একটি ১৫ বছরের মেয়ে ও অষ্টম শ্রেণিতে পাঠরত এক ছেলে পুষ্পদেবীর।

কোন রকমে স্কুলের মিড-ডে মিল, প্রতিবেশী ও স্থানীয় তৃণমূল কর্মীদের সাহায্যে ছেলে-মেয়ে নিয়ে বেঁচে রয়েছেন পুষ্পদেবী। স়ংসার অচল। হত় দরিদ্র পুষ্পদেবীর পৈত্রিক জমি ও একটি বসত বাড়ি তাঁর বোন স্বপ্না বৈদ‍্য পুষ্পদেবীদের না জানিয়ে বিক্রি করে পুষ্পদেবীর প্রাপ্য ভাগের টাকা আত্মসাৎ করে নেয় বলে অভিযোগ পুষ্পদেবীর ছেলে ও মেয়ের। হত দরিদ্র পুষ্পা সরকারের ছেলে সুরজ ও‌ মেয়ে পুজা সরকার উত্তরাধিকার সূত্রে তাদের প্রাপ্য জমি বিক্রির টাকা ফেরতের দাবিতে দুর্গাপুরের মহকুমাশাসক শঙ্খ সাঁতরার কাছে অভিযোগ জানাল।

Like Us On Facebook