১৪ ফেব্রুয়ারি ভারতীয় জওয়ানদের উপর পাকিস্তান জঙ্গী হানার ১২ দিন পর ২৬ ফেব্রুয়ারি ভোরে ভারতীয় বায়ু সেনা পাকিস্তানের ভূখন্ডে ঢুকে বোমা বর্ষণ করে জঙ্গীদের ট্রেনিং সেন্টার উড়িয়ে দেয়। সেই খবর ছড়িয়ে পড়তেই মঙ্গলবার সকাল থেকে দেশজুড়ে সকল সম্প্রদায়ের মানুষ ভারতীয় বায়ু সেনা বাহিনীকে স্যালুট জানাচ্ছেন। বিভিন্ন এলাকায় মানুষজন বিভিন্নভাবে উচ্ছ্বাস প্রকাশ করছেন।

দুর্গাপুরের ভিড়িঙ্গী চাষীপাড়ার বিবেকানন্দ সংঘের সদস্যরাও স্থানীয় মানুষ মঙ্গলবার ভারতীয় বায়ুসেনার প্রত্যাঘাতকে সেলাম জানিয়ে জাতীয় পতাকা উত্তোলন করে মঙ্গলবার সকালে স্থানীয় মানুষকে মিষ্টি মুখ করায় এবং একই সঙ্গে সকল স্থানীয় মানুষ ‘ভারত মাতা কি জয়’ এবং ‘পাকিস্তান মুর্দাবাদ’ শ্লোগান তোলেন। পাশাপাশি ‘ভারত মাতা কি জয়’ ও ‘বন্দে মাতরম্’ ধ্বনিতে মুখরিত করে তোলেন আট থেকে আশি সকলেই। কেবলমাত্র দুর্গাপুরের চাষী পাড়াই নয় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দুই বর্ধমানের বিভিন্ন জায়গায় বায়ু সেনার সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে আনন্দ উল্লাসে মেতে ওঠেন। ‌মঙ্গলবার সন্ধ্যায় পানাগড়ে বিজেপি কর্মীরাও বায়ু সেনার সফল প্রত্যাঘাতে আনন্দ উল্লাসে মেতে ওঠে। বাজি ফাটিয়ে ভারত মাতা কি জয়, বন্দে মাতরম্ ধ্বনিতে মুখরিত করে তোলেন এলাকা।





Like Us On Facebook