ফাইল চিত্র

পয়লা বৈশাখ (১৫ এপ্রিল) অন্ডালের কাজী নজরুল ইসলাম এয়ারপোর্ট থেকে সপ্তাহে চার দিন করে দিল্লি-দুর্গাপুর বিমান পরিষেবা চালু করছে এয়ার ইন্ডিয়া। এয়ারবাস এ-৩১৯ বিমান দিয়ে চালু হবে এই বিমান পরিষেবা। রবি, সোম, বৃহস্পতি ও শুক্র সপ্তাহের এই চারদিন চলবে এই উড়ান।

অন্ডাল বিমানবন্দর সূত্রে জানা গেছে, এয়ার ইন্ডিয়ার এই উড়ান ভোর ৫টা ৫০ মিনিটে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে অন্ডালে পৌঁছাবে সকাল ৭টা ৫০ মিনিটে। আবার অন্ডাল এয়ারপোর্ট থেকে সকাল ৮টা ২৫ মিনিটে ছেড়ে ১০টা ৩৫ মিনিটে দিল্লি পৌছে যাবে এয়ার ইন্ডিয়ার এই উড়ান। এয়ার ইন্ডিয়ার ওয়েবসাইটেও পাওয়া যাচ্ছে টিকিট। গুগল লোকাল সার্চেও দেখা যাচ্ছে এই উড়ানের শিডিউল। বাংলা নববর্ষে অন্ডাল এয়ারপোর্ট থেকে ফের এয়ার ইন্ডিয়ার উড়ান চালু হওয়ার খবরে দুর্গাপুরের বণিক মহলের সঙ্গে শিল্পাঞ্চলের মানুষও খুশির কথা জানান।


Like Us On Facebook