নববর্ষের দিন সাত সকালে অন্ডালের কাজী নজরুল ইসলাম এয়ারপোর্টের রানওয়ে স্পর্শ করল এয়ার ইন্ডিয়ার ১২২ আসন বিশিষ্ট এয়ার বাস এ-৩১৯। দিল্লি থেকে ভোর ৫টা ৫০ মিনিটে ছেড়ে রবিবার সকাল ৭টা ৩৫ মিনিটে অন্ডাল এয়ারপোর্টের রানওয়ে স্পর্শ করে এয়ার ইন্ডিয়ার এই বিমান। ফের ৮টা ২৫ মিনিটে দিল্লির উদ্দেশ্যে রওনা দেয়। মাত্র দু’ঘন্টার দিল্লি-অন্ডাল বিমান পরিষেবা ফের শুরু হয়ে গেল রবিবার থেকে। বিমান সংস্থার পক্ষ থেকে যাত্রীদের উৎসাহ দেওয়ার জন্য দিল্লি থেকে অন্ডালের বিমান টিকিট আপাতত ১৪০০ টাকা (প্রমোশনাল ফেয়ার) স্থির করা হয়েছে বলে জানা গেছে।

জানা গেছে, প্রাথমিক ভাবে রবি, সোম, বৃহস্পতি ও শুক্র সপ্তাহে চার দিন এয়ার ইন্ডিয়া এই উড়ান পরিষেবা দেবে। প্রথম দিনে বিমানটি যাত্রী বোঝাই হয়ে আসে। এদিন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় ও তাঁর স্ত্রী রঞ্জনাদেবীও ‌এয়ার ইন্ডিয়ার এই বিমানে টিকিট কেটে দিল্লি থেকে অন্ডাল এয়ারপোর্ট আসেন। বাবুল সুপ্রিয় বলেন, পঞ্চায়েত নির্বাচনের বিধি নিষেধের জন্য কোন অনুষ্ঠান ছাড়াই দিল্লি-অন্ডাল বিমান পরিষেবা চালু হল। বিমানে যাত্রীদের টিকিটের চাহিদা দেখে বাবুল সন্তোষ প্রকাশ করেন। বাবুল সুপ্রিয়র স্ত্রী রঞ্জনাদেবী বলেন, আমি প্রায়ই রানিগঞ্জে ঠাকুমার বাড়ি ট্রেনে করে আসি। দিল্লি-অন্ডাল বিমান পরিষেবা ফের শুরু হওয়ায় এবার থেকে আমি ট্রেনের পরিবর্তে বিমানে অন্ডাল এয়ারপোর্ট হয়ে রানিগঞ্জ যেতে পারবো। ‍অন্ডাল এয়ারপোর্ট থেকে ফের উড়ান চালু হওয়ায় আসানসোল ও দুর্গাপুর সহ পার্শ্ববর্তী অঞ্চলের মানুষ খুশির কথা জানান।

ফাইল চিত্র



Like Us On Facebook