এক স্কুল ছাত্রের মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল আউশগ্রামের বননবগ্রাম স্বাস্থ্য কেন্দ্রে। চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে মৃত ছাত্রের পরিবার সহ স্থানীয়রা বিক্ষোভ দেখান স্বাস্থ্যকেন্দ্রে। ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের তালাবন্ধ করে আটকে রেখে বিক্ষোভ প্রদর্শন করেন উত্তেজিত গ্রামবাসীরা। এরপর তারা রাস্তা অবরোধ শুরু করেন। খবর পেয়ে পুলিশ ও প্রশাসনিক আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছান। ঘটনার তদন্তের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন গ্রামবাসীরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, আউশগ্রামের বাঘড়াই গ্রামের বাসিন্দা হোসেন মোল্লা (১৩) নামের আউশগ্রাম উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্র গত দু’সপ্তাহ ধরে সর্দি-জ্বরে ভুগছিল। তাকে নিয়মিত স্বাস্থ্যকেন্দ্রের ডাক্তারকে দেখিয়ে ওষুধ নিয়ে যাচ্ছিলেন বলে দাবি হোসেনের বাবা মোজাম্মেল হকের। রবিবার সকালে হোসেন প্রচন্ড অসুস্থ হয়ে পড়ে। তাকে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে তখন একজন ডাক্তার ছিলেন এবং তিনি লেবার রুমে ব্যস্ত ছিলেন। ইতিমধ্যে অসুস্থ হোসেনের মৃত্যু হয়। প্রতিবেশীদের দাবি বিনা চিকিৎসায় মৃত্যু হয়েছে হোসেনের। এরপরই উত্তেজিত প্রতিবেশীরা ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের আটকে রেখে বিক্ষোভ দেখান এবং রাস্তা অবরোধ করেন। প্রায় ৪ ঘন্টা রাস্তা অবরোধ করার পর তদন্তের আশ্বাসে অবরোধ তুলে নেন স্থানীয়রা।

Like Us On Facebook