রবিবারে বর্ধমান-আরামবাগ রোডের মিরেপোতার কাছে বাস দুর্ঘটনার পর নড়েচড়ে বসল পূর্ব বর্ধমান জেলা পুলিশ। সোমবার বর্ধমান-আরামবাগ রোডের খালেরপুলের কাছে ডিএসপি (ট্রাফিক) সুকান্ত হাজরার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী চেকিং করে যাত্রীবাহী সরকারি ও বেসরকারি বাসগুলিতে।

এদিন বাস ছাড়াও অন্যান্য যানবাহনেও চেকিং করা হয়। বাস চালকদের লাইসেন্স পরীক্ষা করতে গিয়ে পুলিশ কর্মীরা কার্যত হতবাক। বেশীর ভাগ বেসরকারি বাস চালকের লাইসেন্সে প্রচুর গড়মিল। আটটি বাসের চালক আবার লাইসেন্সই দেখাতে পারে নি। পুলিশ ওই সব বাসগুলি আটক করে। যাত্রীদের বাস থেকে নামিয়ে অন্য বাসে চাপিয়ে দেয়। বিনা হেলমেটে বাইক আরোহীদেরও এদিন ফের ধরা হয়। করা হয় মোটা অঙ্কের জরিমানা।

উল্লেখ্য, রবিবার বর্ধমান থেকে মেচেদা যাওয়ার পথে রায়নার মিরেপোতার কাছে রেষারেষি করতে গিয়ে বেসরকারি যাত্রী বোঝাই একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে প্রচণ্ড গতিতে প্রথমে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারে। তারপর রাস্তার ধারে নয়ানজুলিতে উল্টে যায়। ২৫ জন যাত্রী জখম হয়। দুর্ঘটনার পর দেখা যায় বাসের সামনের পাতি ভাঙা। এদিনের অভিযানে রায়না থানার পুলিশের পাশাপাশি ছিলেন সার্কেল ইন্সপেক্টর সঞ্জয় কুণ্ডু।



Like Us On Facebook