মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুরের প্রশাসনিক বৈঠকে বালি ও কয়লা পাচার রুখতে কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়ার পর বৈঠকের আয়োজন করা হল পূর্ব বর্ধমানে। বুধবার বর্ধমানের বিডিএ হলে বালি নিয়ে জেলা প্রশাসনের উচ্চ পর্যায়ের বৈঠক হল। বৈঠকে অবৈধ বালিখাদান, বালিপাচার, ওভারলোড নিয়ে আলোচনা হয়। বিডিও, বিএলআরও, ওসি, আইসিদের কড়া হাতে গোটা বিষয়টি দেখার নির্দেশ দেন জেলাশাসক ও জেলা পুলিশ সুপার।

দামোদরে জল কমতেই মেশিন দিয়ে বিভিন্ন জায়গায় রমরমিয়ে বালি তোলা হচ্ছে বলে অভিযোগ। জামালপুর, রায়না, মাধবডিহি, খণ্ডঘোষ সর্বত্রই নদীগর্ভে জেসিবি নিয়ে বালি তোলা হচ্ছে বলে অভিযোগ। এদিনের বৈঠকে জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব ও জেলা পুলিশ সুপার ভাস্কর মুখার্জী উপস্থিত ছিলেন। ছিলেন বিভিন্ন থানার ওসি, আইসি, বিডিও এবং ভূমি রাজস্ব দফতরের আধিকারিকরা।

অন্যদিকে, শান্তিপুরে বিষ মদে মৃত্যুর পর পুলিশ প্রশাসন ও আবগারি দফতর নড়েচড়ে বসে। বুধবার বর্ধমানের বিডিএ হলে জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তবের পৌরোহিত্য বৈঠক হল। উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার ভাস্কর মুখার্জী। তিনি জানান আবগারী দফতরকে বাদ দিয়েও পুলিশ চোলাইয়ের বিরুদ্ধে অভিযানে যাচ্ছে বিভিন্ন জায়গায়। চোলাই কারবারীদের ধরপাকড়ের পাশাপাশি পুলিশ প্রচুর মদ তৈরির উপকরণ উদ্ধার করেছে।

Like Us On Facebook