বিয়ের দিন এক নাবালিকার বিয়ে আটকাল দুর্গাপুর মহকুমা প্রশাসনের কর্তারা। প্রশাসনিক কর্তারা বাবা-মা ও মেয়েকে সকলের সামনে ডেকে মেয়েকে পড়াশুনা শিখিয়ে সাবালিকা করে বিয়ে দেওয়ার লিখিত প্রতিশ্রুতি আদায় করেন। ঘটনাটি ঘটেছে দুর্গাপুর নগর নিগমের ২ নম্বর ওয়ার্ডের শোভাপুর গ্রামে।

বৃহস্পতিবার শোভাপুর গ্রামে এক নাবালিকা মেয়ের বিয়ের দিন ধার্য্য হয়েছিল। বাড়িতে বিয়ের আয়োজনও সম্পূর্ণ। আত্মীয় কুটুম চলে এসেছে। এমন সময় দুর্গাপুর মহকুমা শাসক শঙ্খ সাঁতরার নির্দেশে দুর্গাপুর মহকুমা প্রশাসনের ডেপুটি ম্যাজিস্ট্রেট মধুমিতা মুখার্জী সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা দুর্গাপুরের বি-জোন ফাঁড়ির পুলিশ আধিকারিকদের নিয়ে শোভাপুরে ওই নাবালিকার বাড়িতে হাজির হয়ে তাদের বুঝিয়ে বিয়ে আটকান। সঙ্গে ওই নাবালিকাকে পড়াশুনা চালু রেখে সাবালিকাক হওয়ার পর বিয়ে দেওয়ার মুচলেকাও লিখিয়ে নেন প্রশাসনিক আধিকারিকরা।

জানা গেছে, ২নম্বর ওয়ার্ডের কাউন্সিলর স্বরূপ বন্দ্যোপাধ্যায় প্রথমে নাবালিকার বিয়ের খবর জানতে পেরে দুর্গাপুর মহকুমাশাসককে জানানোয় তড়িঘড়ি মহকুমাশাসক ব্যবস্থা নেন। মেয়ের বিয়ে বন্ধ হয়ে যাওয়ায় বেজায় চটে যায় নাবালিকার পরিবার। কিন্তু পড়শিদের অনেকে নাবালিকার বিয়ে রুখে দেওয়ায় প্রশাসনের কর্তাদের সাধুবাদ জানান।

Like Us On Facebook