বিজেপি এখন ১৪ নয় ১৮ বছরের শক্ত-সমর্থ যুবক, যৌবনের বিজেপি, শান্তির বিজেপি, উন্নতির বিজেপি। আমাদের কর্মীদের গায়ে হাত পড়লেই আমরাও তার পাল্টা দিতে পারি। যেমনটা আউশগ্রামে আমাদের সাহসী কর্মীরা তৃণমূল কংগ্রেসের হামলার প্রতি উত্তরে তৃণমূল কংগ্রেসের কর্মীদের বেদম দিয়েছিল। পানাগড় গ্রামে বৃহস্পতিবার বিজেপির রাজ‍্য নেতা জয় বন্দ্যোপাধ্যায় একথা বলেন।

জয়বাবু এদিন বলেন, দিদি কয়েকদিন আগে বলেছেন রাম কি বিজেপির একা নাকি! প্রতি উত্তরে জয় বন্দোপাধ্যায় দর্শকদের উদ্দেশ্যে বলেন আমরা কখনও তো বলেনি রাম কেবলমাত্র আমাদের। রাম সকলের। রাম ভারতের জাতীয় বীর। কয়েক দিন আগেও তৃণমূল কংগ্রেসে রাম উচ্চারণ করলে মানুষকে মারধর করছিল। বিশেষ করে শুভেন্দু অধিকারীর নামকরে জয়বাবু বলেন, নন্দীগ্রামে রাম নাম উচ্চারণ করলে শুভেন্দু অধিকারী বলতেন সে নন্দীগ্রামে আর থাকতে পারবে না। এখন সকলেই রাম ভক্ত। এদিন সিপিএম নেতাদেরও বিজেপির এই রাজ‍্য নেতা একহাত নেন। জয়বাবু ব‍্যঙ্গ করে বলেন এখন সিপিএম নেতারাও ফুসফুস করে রাম রাম করছে। বিজেপির রাজ‍্য নেতা জয় বন্দোপাধ্যায় এদিন সম্প্রতি বীরভূমে হয়ে যাওয়া পুরোহিতদের সম্মানিত করা নিয়ে কটাক্ষ করে বলেন অনুব্রত যতই গীতা দিয়ে পুরোহিতদের সম্মানিত করুক, পুরোহিতরা অনুব্রতর কাছে সব কিছু নিয়ে ভোটটি কিন্তু পুরোহিতরা বিজেপিকে দেবে বলে দাবি করেন বিজেপির এই রাজ‍্য নেতা। এদিন বিজেপির সভায় প্রায় ৭০০ জন কর্মী অন্যান্য দল থেকে এসে বিজেপিতে যোগ দিয়েছেন বলে দাবি বিজেপি নেতৃত্বের।

Like Us On Facebook