আগেই প্রতারণার অভিযোগে ধৃত ব্যবসায়ীকে বর্ধমানের কয়েকটি প্রতারণার মামলায় আজ বর্ধমান আদালতে তোলে এনর্ফোসমেন্ট ব্রাঞ্চ। অভিযুক্ত অনুপ আগরওয়ালের বাড়ি বর্ধমানের কাটোয়ায়। দু বছর আগে বেশ কয়েকটি হিমঘর মালিক ও ৩৯ টি রাইস মিল মালিকের মোটা অঙ্কের টাকা প্রতারিত করে বলে অভিযোগ। অভিযুক্ত অনুপ আগরওয়াল বর্ধমানের বিভিন্ন রাইসমিল থেকে চাল বাজারে সাপ্লাই করত বলে জানান প্রতারিত রাইসমিল মালিকরা। তাঁদের মিল থেকে চাল নিয়ে টাকা না দিয়ে সে চম্পট দেয়। অভিযুক্তের বিরুদ্ধে ৩৯ জন রাইসমিল মালিক মোট ৫২ কোটি টাকার প্রতারণার অভিযোগ করেছেন। প্রতারিত রাইসমিল মালিকরা বর্ধমান জেলা রাইস মিল এ্যাসোশিয়সনের মাধ্যমে রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গোটা বিষয়টি জানান এবং খাদ্যমন্ত্রীর সহযোগিতায় এনর্ফোসমেন্ট ব্রাঞ্চের ডিজি কে জানান। ব্যবসায়ীদের আরও অভিযোগ, কাটোয়া থেকে তিনি পরে কলকাতায় থাকতেন।সেখানে টাকার কথা বলতে গেলে টাকা তো পাওয়া যায়নি বরঞ্চ তাঁদেরকে তাড়িয়ে দেওয়া হয় এবং দুষ্কৃতী দিয়ে হুমকি দেওয়া হয়। আজ রায়না ও মাধবডিহি থানার দুটি প্রতারণা মামলায় তাকে আদালতে তোলা হয়। আদালত ৫ দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করে।

Like Us On Facebook