রবিবার রথের পূণ্যলগ্নে দুর্গাপুরের অভিজাত ক্লাব নবারুণের ৫০ বছর পূর্তির উৎযাপন শুরু হল। আসন্ন দুর্গাপুজোর মন্ডপ তৈরির খুঁটি পুজো হল এদিন। নবারুণ ক্লাবের মাঠে ক্লাবের সমস্ত সদস্যরা এদিন ভক্তিভরে খুঁটি পুজোয় অংশ নেন। পুজো উদ্যোক্তারা জানান এবছর প্রায় ৬০ লক্ষ টাকা খরচ করে পুজো প্রস্তুতি শুরু হচ্ছে। দক্ষিণ ভারতের মন্দিরের আদলে মন্ডপ হবে। দক্ষিণের তিরুপতি মন্দিরের মূর্তির আদলে দেবীমূর্তি হবে। বেনাচিতির স্থানীয় শিল্পী অরুণ পাল মূর্তি গড়বেন বলে জানা গেছে। আলোক সজ্জায় অনেক চমক থাকছে বলে ক্লাব সূত্রে জানা গেছে। তাছাড়া পুজোই মেলার আকর্ষণ তো থাকছেই। নবারুণ ক্লাবের পুজো কমিটির সম্পাদক সঞ্জয় পাল বলেন, ‘প্রশাসন অনুমতি দিলে আগের মত ফের নবারুণের ৫০ বছর পূর্তিতে বির্সজনে বিশাল শোভাযাত্রার আয়োজন করা হবে।’

Like Us On Facebook