সিপিএমের মহামিছিলের জেরে শনিবার অবরুদ্ধ হয়ে পড়ে ২নং জাতীয় সড়ক। আসানসোল যাওয়ার পথে সিটিসেন্টারে অবরোধের মধ্যে আটকে পড়েন জেলাশাসক সৌমিত্র মোহন।

এই ঘটনায় রবিবার ২০০৬ জনের নামে সিটিসেন্টার ফাঁড়িতে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের। জাতীয় সড়ক অবরোধ ও জেলাশাসকের গাড়ি আটকানোর অভিযোগে রবিবার রাতে ৫ সিপিএম কর্মীকে গ্রেফতার করে পুলিশ। সোমবার অভিযুক্তদের দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়।

সিপিএমের ২নং জোনাল কমিটির সম্পাদক পঙ্কজ রায় সরকার বলেন, “মূখ্যমন্ত্রী পুলিশি অভিযান চালিয়ে সিপিএম কর্মীদের মিথ্যা মামলায় গ্রেফতার করছে। পুলিশকে তেল পুড়িয়ে আমাদের গ্রেফতার করতে আসতে হবে না, মঙ্গলবার আমরা সকলে মিলে দুর্গাপুর থানায় গিয়ে গ্রেফতার বরণ করব। দেখি পুলিশ আমাদের কত মামলা দিতে পারে।”