ভারতীয় সেনায় যোগদান করতে এসে জাল শংসাপত্র দাখিল করে এখন পুলিশের জালে ২৬ জন পরীক্ষার্থী। ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের নেহেরু স্টেডিয়ামে। পুলিশ সূত্রে জানা গেছে, ভারতীয় সেনায় কনস্টেবল পদে নিয়োগের জন্য দুর্গাপুর নেহেরু স্টেডিয়ামে গত দু’দিন ধরে সেনার আধিকারিকরা পরীক্ষার্থীদের বিভিন্ন বিভাগে পরীক্ষা নিচ্ছেন। প্রচুর যুবক সেনায় নিয়োগের পরীক্ষা দিতে দুর্গাপুর নেহেরু স্টেডিয়ামে হাজির হন। তাঁদের মধ্যে ২৬ জনের দাখিল করা সার্টিফিকেট জাল বলে সন্দেহ হওয়ায় ওই ২৬ জনকে আটক করে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের দুর্গাপুর থানার পুলিশের হাতে বৃহস্পতিবার তুলে দেয় সেনা কর্তৃপক্ষ। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। দুর্গাপুরের ডেপুটি কমিশনার অভিষেক মোদী বলেন, ‘সেনাবাহিনীতে নিয়োগের পরীক্ষা দিতে আসা ২৬ জনের সার্টিফিকেট জাল বলে সন্দেহ হওয়ায় তাঁদের আটক করে আমাদের হাতে তুলে দিয়েছেন সেনা আধিকারিকরা। আমরা গোটা বিষয়টি তদন্ত করে দেখছি।’

Like Us On Facebook