দুর্গাপুরের ভগিনী নিবেদিতা মেমোরিয়াল সোসাইটি রবিবার ইন্দিরা গান্ধীর ১০০তম জন্ম জয়ন্তী পালন করে স্টিল টাউনশিপ কাশিরাম দাসের জহর লাল নেহেরু স্মৃতি ভবনে। অনুষ্ঠানের প্রধান অতিথি বিশিষ্ট সাহিত্যিক ডক্টর সুশীল ভট্টাচার্য এদিন প্রাক্তন প্রধান মন্ত্রী ইন্দিরা গাঁধী ও ভগিনী নিবেদিতার উপর স্মারক বক্তৃতা দেন।

এই উপলক্ষে এলাকার ছোটদের বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রায় ১০০জন প্রতিযোগী এই বসে আঁকো প্রতিযোগিতায় অংশ নেয়। সেরা প্রতিযোগীদের পুরস্কার তুলে দেওয়া হয় এদিন। একই সঙ্গে সমাজের পিছিয়ে পড়া মানুষদের শীত বস্ত্রও প্রদান করা হয় এদিন। অনুষ্ঠানে কংগ্রেসের বিশিষ্ট নেতা তরুণ রায় এদিন পুরস্কার তুলে দেন সফল প্রতিযোগীদের হাতে।

পাশাপাশি রবিবার যথাযথ মর্যাদায় প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ১০০তম জন্মজয়ন্তী পালন হল দুর্গাপুরের বিভিন্ন জায়গায়। দুর্গাপুরের বিভিন্ন কংগ্রেস কার্যালয়ে ইন্দিরা গান্ধীর মূর্তিতে এদিন কংগ্রেস কর্মীরা মালা দিয়ে শ্রদ্ধা জানান প্রাক্তন প্রধানমন্ত্রীকে।

Like Us On Facebook